বাইশটি ভাষার পণ্ডিত ড° মহম্মদ শ্বহীদুল্লাহের বিষয়ে...
প্ৰখ্যাত শিক্ষাবিদ,ভাষাবিদ,লেখক,কবি, অনুবাদক, পণ্ডিত ড° মুহাম্মাদ শ্বহীদুল্লাহের জন্ম হয় ১৮৮৫ সালে । জ্ঞানতাপস তথা চলমান বিশ্বকোষ হিচাবে সুপরিচিত ড° শ্বহীদুল্লাহ সংস্কৃতে অনার্স সহ স্নাতক ডিগ্ৰী লাভ করার পরও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষকরা স্নাতকোত্তর শ্ৰেণীতে ওনাকে পড়ানোর জন্য অস্বীকার করায় শেষপর্যন্ত তুলনামূলক দৰ্শন তত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্ৰী অৰ্জন করেছিলেন । উল্লেখ্য যে তিনি যেকোনো পরীক্ষায় সংস্কৃত ভাষা বা সাহিত্যে সবসময়ই সৰ্বোচ্চ নম্বর লাভ করতেন । পরবর্তী কালে মহম্মদ শহীদুল্লাহ ফ্রান্সের রাজধানী প্যারিসের সারবন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্ৰী লাভ করেন । ঐ ইউনিভার্সিটি থেকে পাশ করা প্রথম মুসলমান ব্যক্তি ছিলেন মহম্মদ শহীদুল্লাহ। এরপর তিনি আইনের ডিগ্রিও উপার্জন করেন। ড° মুহাম্মাদ শ্বহীদুল্লাহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অধ্যক্ষ হিচাবে প্ৰায় ত্রিশ বছর সেবা করে গেছেন। কয়েক বছর তিনি ওকালতিও করেছেন। জ্ঞানতাপস ড° মুহাম্মাদ শ্বহীদুল্লাহ আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা, সংস্কৃত, ইংরেজি, ফরাসি, পুস্ত, জার্মান, উড়িয়া ইত্যাদি ২২ টি ভাষা আয়ত্ত কর...