Posts

Showing posts from June, 2018

প্রবাসের ডাক

Image
রচনা কাল ২০১৮  প্রবাসের ডাক : ১ ডিগ্রিতে ভালো মার্ক না থাকায় মাস্টার ডিগ্রীটা বোধহয় হবে না এমন একটা ভাব হচ্ছিল। ইগ্নূতেই এডমিশান নিলাম। আসলে ক্লাসে বসে পড়ার ইচ্ছা চলে গিয়েছিল আগেই। তাই এই শর্টকার্ট। আব্বা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু আমি জোর করায় শেষ পর্যন্ত মানলেন। তখনো সেমিস্টার প্রথা চালু হয়নি। ফার্স্ট ইয়ারেই রেজাল্ট খারাপ। এক প‍্যাপারে বেক আর বাকিগুলোর মার্কস দেখে নিজেরই লজ্জা লাগলো। John Donne এর প্রতি অধিক মোহ আর ব‍্যক্তিগত জীবনে ঐসব মন কেমন করা কবিতার প্রভাব‌ই কাল হলো। রেজাল্টের পরদিন পিসিওতে আব্বার ফোন। একটা জিনিষ লক্ষ্য করছিলাম। যত দিন যাচ্ছে, আব্বার রাগ দূঃখে পরিণত হচ্ছে। আমার ও খুব অনুশোচনা হলো। অজান্তেই কেঁদে ফেললাম। লজ্জা আর অনুশোচনায় ভেঙে পড়লাম। কিছু একটা করতে হবে। পড়াশোনা করব না ছেড়ে দিয়ে কিচ্ছু একটা কাজ করব ভেবে পাচ্ছিলাম না।দুদিন পর আব্বাকে ফোন করলাম। আব্বা তখন গুজরাটের রাজধানী গান্ধীনগরে। প্লান করলাম গুজরাট ঘুরে আসার। অনেক বাকবিতণ্ডার পর আব্বাকে রাজি করলাম। পড়াশোনা ছেড়ে চাকরি খুঁজব গুজরাটে। এমনিতেও ওপেন স্কুলের ছাত্র। পরীক্ষা ওখান থেকেই দিতে