Posts

Showing posts from October, 2018

দেশ বিদেশের গল্প

Image
# দেশ_বিদেশের_গল্প  ১ এর আগে প্রবাসের নাম দিয়ে আমার নিজেরই অখাদ্য কাহিনী শুনিয়েছি অনেকদিন। ব‍্যক্তিগত জীবনের ঘটনা ক্রমশঃ লিখে যাওয়া কঠিন। অন্তত আমি সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ি। তবে লেখা শুরু করায় বাংলার চর্চা ভালোই হয়েছে। বারবার কাটাকুটি করেছি যাতে মনের কথা ঠিকঠাক বোঝাতে পারি। কখনো অনেকের ভালো লেগেছে আর কখনো খারাপ পেতে পারি ভেবে সত‍্যিকারের ফিডব্যাক দেননি অনেকেই। এবার আর‌ও বেশি চেষ্টা করবো যাতে সাদামাটা ঘটনাবলী সাজিয়ে তুলতে পারি। তাই নতুন উদ্দীপনায় আবার শুরু করছি। ধরে নিন এর‌ই মাধ্যমে লেখালেখি শিখছি। বেশিরভাগ ভুলে গেছি। যা মনে আছে তা জোড়াতালি লাগিয়ে লেখব। শুরু করব আজকের সময় থেকে। ক্রমে পুরনো দিনের কথাও লেখব। আমার‌ই জীবনের আধো আলো আধো ছায়ার কথা। নাম থাকুক - দেশ বিদেশের গল্প। আজ প্রথম পর্ব ++++++++++++++++++++++++++++++++++ দিল্লির ডমেস্টিক টার্মিনালে ফ্লাইট লেন্ড করার সঙ্গে সঙ্গে সাঙ্ঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেল। ইংরেজিতে যাকে ক‍্যাটস এন্ড ডগস বৃষ্টি বলে ঠিক সেরকম। থামার নাম নেই। চলছে তো চলছেই। কেপ্টেন ঘোষণা করলেন কিছুক্ষন বসে থাকা ছাড়া উপায় নেই। এই বৃষ্টিতে প্ল