আপার ডেক রিসর্ট
২০১৪ সালের ডিসেম্বর মাসে মুম্বাইয়ে কর্মরত থাকাকালীন এক অফসাইট মিটিংয়ে এক সপ্তাহ কাটিয়েছিলাম মহারাষ্ট্রের লোনাভালায় অবস্থিত আপার ডেক রিসর্টে। এমনিতেই হিল স্টেশন তার উপর ডিসেম্বর মাস। রাতের তাপমাত্রা সম্ভবত ৮/১০ ডিগ্রিতে নেমে যেতো। মুম্বাইয়ে শীত নাই বললেই চলে। কিছুটা অভার কনফিডেন্সের খপ্পরে পড়ে শীতের কাপড় নেইনি। তাই প্রথম দুদিনের মধ্যে জ্বর সর্দি একেবারে কাবু করে ফেলে।
শরীর খারাপ হওয়ায় তৃতীয় দিন থেকে মিটিংয়ের শেষ দিন পর্যন্ত দিনের বেলায় বনে জঙ্গলে পালিয়ে বেড়াতাম। আর রাতের বেলায় বনফায়ারের সামনে বসে স্যুপ খেয়ে সর্দি থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতাম। লোনাভালার প্রকৃতি অবিশ্বাস্য সুন্দর। কবি হলে লোনাভালা নিয়ে কবিতা লেখতাম।
সেই সময়ে ছবি তোলার খুব শখ ছিল। আমার কাছে নিকন ডি-৫৩০০ ক্যামেরা ছিল। প্রকৃতির উদার যৌবন লেন্সে ধরার চেষ্টা করতাম রোজ। কমসে কম হাজার খানেক ছবি তোলে ফেলেছিলাম। কয়েকটি ছবি রিসর্টের অফিসিয়াল ফেইসবুক পেইজে ট্যাগ করেছিলাম। আজ হঠাৎ দেখি রিসর্ট কর্তৃপক্ষ ম্যাসেজ করেছেন কয়েকটি ছবি নাকি ওদের খুব পছন্দ হয়েছে আর আমার অসুবিধা না হলে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করতে চান। আমার কোনো অসুবিধে নেই তবে আশ্চর্যের ব্যাপার ৪ বছর পর ছবিগুলো ওদের নজরে পড়লো! বাহ রে মার্কেটিং টিম! এই না আমার দেশি কোম্পানি। আমি রিসর্টের মালিক হলে আজ ওদের কাজের শেষদিন হতো।
Comments
Post a Comment