সারপ্রাইজ 2
ছেলেকে আজ সারপ্রাইজ দিলাম। হুট করে ওর স্কুলে গিয়ে জরুরি কাজ আছে বলে বের করে নিয়ে এলাম। স্কুলের টিফিন বাদ দিয়ে একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেলাম দুজনে। এর পর সারা দুপুর বাপ ছেলে টো টো করে ঘুরে বেড়ালাম। উল্টো পাল্টা শপিং। গৃহিণী খবর পেয়ে বললেন কাজটা নাকি ভালো হয়নি। তিন তিনটে পিরিয়ড মিস হলো। বাপ ছেলে আজ একটু "ডোন্ট কেয়ার" টাইপের স্ট্যান্ট মারলাম। বয়ে গেছে আমাদের! পরীক্ষার অনেক বাকি আছে। দেখা যাবে।
Comments
Post a Comment