ঈদের ছুটি


আমাদের অফিসের বস জন্মসূত্রে তুরস্কের। ছোটবেলা থেকেই আমিরশাহিতে বড় হয়েছেন। ইংরেজি খুব ভালো বলেন কিন্তু আরবি ছাপটা থাকবেই। সেই যে মাদার টাং ইনফ্লুয়েন্স! অরবিরা যখন ইংরেজি বলে তখন কয়েকটি বিশেষ উচ্চারণ ভঙ্গি শোনা যায় যা হিন্দিভাষী বা ভারতীয়দের থেকে আলাদা ও কৌতুককর। সবচেয়ে হাস‍্যকর আরবি লোকদের ইংরেজি P অক্ষরের উচ্চারণ। আরবিতে 'প' উচ্চারণের কোনো শব্দ নেই তাই আরবরা যুগ যুগ ধরে অনায়াসে 'প' কে 'ব' বলে আসছে। পার্কিংকে বার্কিং, পেপার কে বেবার, পেপসি কে বেবসি ইত‍্যদি।
বসকে যখন বললাম, ঈদের ছুটি চাই, মহাশয় আমার দিকে না তাকিয়েই বললেন "ব্লিজ ডোন্ট গো!" মানে - প্লিজ ডোন্ট গো। আমি দুটো নতুন প্রজেক্টে কাজ করছি, তাই বস ছুটি দিতে রাজি নন। জানতাম এমন‌ই বলবেন তাই আমিও ব্ল‍্যান (মানে প্ল‍্যান) করে এসেছিলাম। বললাম, "ঠিক আছে, আমি টিকিট করেছিলাম, ক‍্যান্সেল করে দিচ্ছি তাহলে"। ইমোশনাল ব্লেকমেইল আর কি। এবার বস কম্পিউটারের কিবোর্ড থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন। ইশারায় বসতে বলে সামনের টেবিলে রাখা কাঁচের গ্লাস থেকে জল খেলেন আর কলিং বেল বাজালেন।
উর্দি পরা ফিলিপিনো ছেলে স‍্যামুয়েল দৌড়ে এলো। বস আমাদেরকে কফি দিতে বললেন। বসের পছন্দ তুর্কি কফি যা খুব কড়া আর ঝাঁঝালো গন্ধমাখা যা আমার সহ্য হয় না। আমি সাধারণত কালো চা পছন্দ করি। স‍্যামুয়েলের এসব জানা আছে। বস চোখ থেকে চশমা খুলে টেবিলে রেখে জিজ্ঞেস করলেন কতদিন আগে ছুটি কেটে এসেছি। বললাম দুমাস আগে গিয়েছিলাম কিন্তু চারদিনের মাথায় ঘুরে এসেছি। বস আমার বাড়ির সব খবর জানেন। একে একে জিজ্ঞেস করতে শুরু করলেন, এ কি করছে, ও কি করছে, তোমার মায়ের স‍্যুগার নরমাল তো, ইত‍্যাদি ইত‍্যাদি। এই প্রশ্নোত্তর পর্ব আমার কাছে খুব বিরক্তিকর। এত খুঁটিনাটি কথার উত্তর দেয়া আর সাথে সাথে উপদেশ গ্রহণ করা সত‍্যিই বিরক্তিকর। তবে এই পর্ব শেষ না হলে ছুটি কনফার্ম হবে না।
অবশেষে জিজ্ঞেস করলেন কতদিনের ছুটি চাই। বললাম কমসে কম একমাস। বস আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি ওনার সারা সম্পত্তি হাতিয়ে নিতে চাইছি। কয়েক মুহূর্ত ভেবে বললেন, "দুসপ্তাহের মধ্যে ঘুরে এসো। অফিসে অনেক কাজ। তুমি না হলে হবে না। আমাকে আগামী মাসে ইটালী যেতে হবে।"
যারা বেসরকারি চাকরি করেন তারা এসব সিচুয়েশনের সঙ্গে অতি পরিচিত। আমিও জানি। আমার তো দুসপ্তাহের ছুটি চাই তাই একমাস বললাম। দুসপ্তাহ বললে এক সপ্তাহের ছুটি পাওয়া যেত। জোর করলে হয়তো আরও কয়েকদিন ছুটি পেতাম। কিন্তু বস আগে থেকেই ইটালী যাবেন বলে ঠিক করে রেখেছেন। তাই অযথা আর্গুমেন্ট না করে বেরিয়ে এলাম।
এখানে মঙ্গলবার ঈদ। আর ঐদিন রাতেই বাড়ি যাচ্ছি। দেশের ফেরার রোমাঞ্চ কখনও পুরনো হয় না।

Comments

Popular posts from this blog

দেশ বিদেশের গল্প

বাঙলা অসমীয়া

সাবরমতি টু মথুরা