Posts

Showing posts from August, 2018

সারপ্রাইজ

Image
ছুটির দিন আছরের নামাজের পর রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে চলা বরাবরই পছন্দের। মুম্বাইয়ের বাঙ্গালীপুরায় যারা থাকেন তারা জানেন রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন রাস্তায় পা রাখা যায় না। রোজ এত ভীড় মুম্বাইর আর কোথাও হয় বলে মনে হয়না। মর্নিং ওয়াক করতে হলে অনেক দুর পার্কে যেতে হয় যা আমার পোষায় না। অগত্যা রবিবার বিকেলে কয়েক কিলোমিটার হাঁটা অভ‍্যাস হয়ে গেছে। সোমবার থেকে শনিবার মোহাম্মদ আলী রোডের সব জায়গায় অসম্ভব ভীড়। এখানকার পাইকারি ব‍্যবসায়িদের থেকে মাল কিনতে দুর দুরান্ত থেকে খুচরো ব্যবসায়ীরা আসে। সাত সকালেই চীৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সেই রাত দশ এগারোটা অবধি বিরাম নেই। শুধু রবিবার এই শহরের ব‍্যস্ততম অঞ্চলটি যেন হাঁফ ছেড়ে বাঁচে। কোন ভীড় নেই। কয়েকটি চায়ের দোকান, রেস্তোরাঁ আর দু চারটে মনিহারি দোকান ছাড়া বাকি সব বন্ধ। পরিস্কার রাস্তা। হ‌ই হুল্লোড় কিছুই নেই। মনে হয় আমার মতো শহরটিও এই দিন আরাম করে। অলস হয়ে যায়। ইচ্ছে মতো ঘুমোয়, ইচ্ছে মতো জাগে। আছরের নামাজ শেষ করে চটি পরেই বেরিয়ে পড়লাম। অন্তত এক দেড় ঘন্টা পায়ে চলবো আজ। ফ্ল্যাট থেকে বেরিয়ে দেখলাম সন্মু...

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

Image
কাল রাত ভালো করে ঘুম হয় নি। পাশের ফ্ল্যাটে কেন জানি খুব হই হুল্লুড় চলছিল। এই ফ্লোরে একটিই পাকিস্তানী পরিবার। নিশ্চয় পার্টি সার্টি ছিল। রাতভর লাউড স্পিকারে গানের আওয়াজ আসছিলো। সকালে কলিং বেলের কর্কশ শব্দে প্রথমে কান চাপা দিলেও শেষমেশ উঠতে হলো। জ্বালা করা চোখে দরজা খুলে দেখি পাশের ফ্ল্যাটের দুটো ছেলে আর একটি মেয়ে এক থালা মিষ্টান্ন আর শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। বিরক্তি লুকিয়ে রাখার চেষ্টা হয়তো সফল হয়নি।‌ ওরা খানিকটা অপরাধীর মতো বলতে লাগলো - আপনাকে এই সময়ে উত্যক্ত করার জন্য সত্যিই  দুঃখিত। আপনাকে হিন্দুস্তানের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গতকাল ছিল আমাদের স্বাধীনতা দিবস। তাই রাত্রে আমাদের ঘরে পার্টি ছিল। আপনি আসবেননা ভেবে ডাকিনি। এই মিষ্টি আর শরবত করাচি থেকে আমাদের পরিবারের লোকজন পাঠিয়ে দিয়েছেন। আপনার জন্য সামান্য রেখে দিয়েছিলাম।‌ স্বাধীনতা দিবস হিসেবে নিয়ে এলাম। নিশ্চয়ই আপনার ভালো লাগবে। এই বলে মিষ্টির থালা নামিয়ে রেখে ওরা চলে গেলো। ভাবলাম এদের আর আমাদের মধ্যে কই আর তফাৎ। এক সময় তো একই দেশ ছিল। ক্ষমতা লোভীদের কলমের আঁচড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে এক সময়ের একক স্বপ্ন। কতনা রক্ত ঝরেছে। ...