Posts

Showing posts from October, 2019

সাবরমতি টু মথুরা

Image
সাবরমতি টু মথুরা : ১ এটি আহমেদাবাদের সাত সকালের আকাশ। লম্বা উইকেন্ড আসায় বেরিয়ে পড়লাম। লক্ষ্য প্রায় নেই বললেই চলে। আপাততো মথুরা যাচ্ছি। হ্যাঁ, উত্তর প্রদেশ। বাবার এক পুরনো বন্ধু থাকেন। বাবা থাকাকালীন ২০০৬ থেকে ২০১০ অবধি আমাদের প্রতিবেশী ছিলেন। ধীরে ধীরে খুব কাছের মানুষ হয়ে গেছেন। অনেক বার ওদের বাড়িতে যাওয়ার জন্য খুব পীড়াপীড়ি করেছেন। যাওয়া হয়নি। কয়েকদিন আগে ফোন হাতড়ে নম্বর পেয়ে গেলাম। আঙ্কেল সেনায় চাকরি করেন। শুনলাম দশেরার আগে‌ বাড়ি আসছেন।‌ আর এই সোমবার কলম্বা স ডে উপলক্ষে অফিস বন্ধ। শনি থেকে সোম তিন দিন ছুটি। ভাবলাম আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে আসি। ভাবা মাত্র‌ই কাজ। আহমেদাবাদ থেকে দিল্লি গো এয়ার আর নিজামুদ্দিন স্টেশন থেকে মথুরা জংশনের টিকিট কেটে নিলাম। এখন টেক্সিতে বসে এয়ারপোর্ট যাচ্ছি। সাবরমতি রিভারফ্রন্ট হয়ে উবের ড্রাইভার উড়িয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। শীতের আনাগোনা শুরু হয়ে গেছে। উজ্জ্বল রোদ ধেয়ে আসছে কিন্তু একটু আধটু কুয়াশা এখন‌ও টিকে থাকতে চাইছে। সাবরমতী টু মথুরা : ২   এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেট্রোয় চললাম যাতে‌ তাড়াতা...