Posts

Showing posts from August, 2020

কোরেন্টিন ডে'জ

Image
।। শরীফ আহমদ ।।    "কোরেন্টিন ডেজ - প্রিলিউড'          সপ্তাহ খানেক আগেই টিকিট করে রেখেছিলাম। কিন্তু যে হারে রোজ রোজ নন-মেট্রো শহরে যাওয়া ফ্লাইটগুলো বাতিল হচ্ছিল তাতে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কখন যে আমার ফ্লাইট বাতিল হয় আর এরপর কী করব ভাবতে ভাবতেই এয়ারলাইন্সের নোটিফিকেশন এলো। না, কেন্সেল নয় টাইম টেবল বদলে দিয়েছে বেটারা। তিরিশ চল্লিশ পার্সেন্টের বেশি ফ্লাইট চলছে না তাই এই এডজাস্টমেন্ট মেনে নেয়া ছাড়া উপায় নেই।           সকাল পাঁচটায় উঠে কলকাতা হয়ে এক‌ই ফ্লাইটে গন্তব্যে পৌঁছার কথা ছিল দশটায় এখন দেখছি সেই থ্রু ফ্লাইট আর নেই। এবার বিকেল সাতটায় বসে সাড়ে নয়টায় হায়দরাবাদ এয়ারপোর্ট আর সারা রাত মোট আট ঘন্টা দীর্ঘ লে-অভার কাটিয়ে পরের দিন সকাল পাঁচটার ফ্লাইটে যেতে হবে। বলা নেই কওয়া নেই, নতুন টিকিট পাঠিয়ে দিয়েছে এয়ারলাইন্স। আগের দিন সন্ধ্যায় যাত্রা শুরু করে গন্তব্য এয়ারপোর্টে পৌঁছার রাইট টাইম পরের দিন সকাল আটটা, তাও সময়মতো পৌঁছলে। এখন এক ফ্লাইটের জায়গায় দুটো ফ্লাইটে চড়ে সারারা...